|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
ফরিদগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ফরিদগঞ্জ কে আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত,৯ ই মার্চ শনিবার সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাছুম আলম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ.এফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মুসলিমলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এম মাহবুবুর রহমান ভূঁইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাহফুজুল হকের সহধর্মিনী নাজমা বেগম,পৌর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর সেলিনা আক্তার যুথি,এমডিএস মিডিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এফ.এ মানিক,অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন ফরিদগঞ্জ পৌরসভা সদরে মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শীতাতপ নিয়ন্ত্রিত এত সুন্দর একটি স্কুল রয়েছে তা আমার জানা ছিলোনা,প্রতিষ্ঠানটিতে এসে তা আজ জানতে পারলাম,আশা করি স্কুলটি পড়ালেখার মান উন্নয়নের ধারা অব্যাহত রেখে সামনের দিকে এগিয়ে যাবে,ফরিদগঞ্জ কে.আর আইডিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক ও ছাত্র ছাত্রী সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি,এ সময় উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ফাতেমা আক্তার, ম্যানেজিং কমিটির সদস্য তামান্না আক্তার, বিদ্যালয়ের কিন্ডারগার্টেন শাখার প্রধান শিক্ষিকা ফাতেহা মিরাজ,সিনিয়র শিক্ষিকা মাহমুদা আক্তার,সহকারী শিক্ষকা শুভ্রালোধ,তাসপিয়া আলম মৌমিতা,সহকারী শিক্ষক পিয়াস চন্দ্র দাস,আ.ন.ম সোলাইমান,রাছেল হোসেন,আশ্রাফুল ইসলাম,মোঃ পারভেজ হোসেন,মহিউদ্দিন, শাহ জালাল,ধর্মীয় শিক্ষক ইউসুফ আলী সহ অভিভাবক ছাত্র-ছাত্রীবৃন্দ,আলোচনা সভার শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.