|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে সাংবাদিকতা নিয়েই ব্যস্ত সময় পার করছেন সাংবাদিক দবিরুল ইসলাম
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
মোঃ দবিরুল ইসলাম । ডাক নাম লিটন। কম বেশি সবাই তাকে চেনে। তার পিতা:- বীর মুক্তিযোদ্ধা মোঃ ফরিদ উদ্দিন মন্ডল, গ্রাম:-বালিঘাটা বাজার, ৩ নম্বর ওয়ার্ড, পাঁচবিবি।
তিনি একাধারে সাংবাদিক, লেখক ও কবি। ১৯৭৬ সালে ১৪ অক্টোবর সম্ভ্রান্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারে তার জন্ম। ১৯৯৩ সাল থেকে সাংবাদিকতায় পেশায় সম্পৃক্ত। জনপ্রিয় ও পাঠক নন্দিত দৈনিক আজ ও আগামীকাল, দৈনিক দুর্জয় বাংলা, জাতীয় দৈনিক আজকের প্রত্যাশা,পত্রিকায় উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার সাংবাদিকতা জীবন শুরু।পরবর্তীতে তিনি ঢাকা থেকে প্রকাশিত বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় পাঁচবিবি উপজেলা প্রতিনিধি হিসাবে নিষ্ঠার সাথে কাজ করছেন। প্রকাশিত হয়েছে হাজারো সচিত্র সংবাদ, প্রতিবেদন, ফিচার ও ফলোআপ নিউজ। তিনি ছিলেন মূলত একজন ক্রাইম রিপোর্টার। ক্রাইম এর সন্ধানে তিনি ছুটে চলেছেন প্রতিদিন শহর থেকে গ্রাম অঞ্চলের প্রতিটি কোনায় ও সীমান্ত এলাকায়। অপরাধীদের মুখোশ উন্মোচন করতে গিয়ে তিনি শিকার হয়েছেন নানা নির্যাতনের ও ষড়যন্ত্রের । তার সহযোগিতায় এই সাংবাদিকতা পেশায় এসেছেন এলাকার অনেক যুবসমাজ ও উদীয়মান তরুণ। আজ তারা প্রতিষ্ঠিত। তার সহযোগিতা নিয়েছেন বয়োজেষ্ঠ সহকর্মীরাও।এ পথে চলতে গিয়ে তিনি পরিচিত হয়েছেন দেশের বিখ্যাত ও খ্যাতিমান লেখক ইমদাদুল হক মিলন এর সাথে,কুশল বিনিময় করেছেন,আশির্বাদও পেয়েছেন। সব মিলিয়ে লেখালেখি তথা সাংবাদিকতা নিয়েই এখন ব্যস্ত সময় পার করছেন এই প্রথিতযশা সাংবাদিক ।তার উত্তর উত্তর সাফল্য কামনা করি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.