|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
নবীনগরে দায়েমী ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউকে) সংস্থার অর্থায়নে দায়েমী ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ মার্চ) সকালে ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রঃ) ফাজিল মাদ্রাসা ক্যাম্পাসে ইব্রাহিমপুর ইউনিয়নের তালিকাভুক্ত শতাধিক অসহায় ও দুঃস্থদের মাঝে ৪ কেজি চাউল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা বুট, ১ কেজি সুজি, ১ টি ট্যাং প্যাকেট, ১ কেজি খেজুর ও ২ কেজি মুড়ির প্যাকেট বিতরণ করা হয়।
দায়েমী ফাউন্ডেশনের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক কর্মীরা এ বিতরণ কার্যক্রমে অংশ নেয়।
দায়েমী ফাউন্ডেশনের হেড অব প্রোগ্রাম খোদাদাদ মারুফ বলেন, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ইউকে) সংস্থার অর্থায়নে দায়েমী ফাউন্ডেশন প্রতিবছরই এ মানবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পবিত্র রমাদান মাসের শুরুতেই মাসব্যাপী রেডিমেড ফুড ডেলিভারি দেওয়ার কর্মসূচি রয়েছে।
এসময় মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোঃ আবুল খায়ের ও সুবিধাভোগিরা এ কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন।
দায়েমী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আতায়ে দায়েম মাহমুদ উল্লাহ জানান, সারাবছরই এ সংস্থার মানবিক কার্যক্রম অতীতের মতো অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.