|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
চাঁদপুর অনলাইন প্রেসক্লাব এর কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৯ মার্চ, ২০২৪
মুহূর্তেই পাশে থাকার অঙ্গীকার এই প্রতিশ্রুতি নিয়ে অনলাইন গণমাধ্যম এগিয়ে যাচ্ছে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুর অনলাইন প্রেসক্লাব এর কার্যকরী কমিটির অভিষেক আজ শনিবার (৯ মার্চ) চাঁদপুর পৌর পাঠাগার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান মো. নূরুল আমিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ইকরামুল হাসান ও পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম এর পক্ষে সার্কেল এসপি আলমগীর হোসেন। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্জল হোসেন এসডিও পাটোয়ারী, যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া, সমাজসেবক এডভোকেট মো: আতাউর রহমান পাটোয়ারী। চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান টুটুল ভূঁইয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাব এর সভাপতি সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মহসিন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আশিক খান। অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.