|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে আন্তর্জাতিক নারী দিবস পালিত
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৪
"নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ" এ প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় নারী দিবস-২০২৪ পালিত হয়েছে। শুক্রবার (৮ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে শোভাযাত্রা ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা শুরু হয়ে উপজেলা পরিষদের প্রধান, প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবউল্ল্যাহ্ সহ প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.