|| ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৪
আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও ৩১ তম জাতীয় শিশু দিবস উপলক্ষে কাল ৯ মার্চ শনিবার সকাল ৯ টা থেকে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় শিশু কিশোর সংগঠন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে জেলা শাখার সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণ বলেন, জেলার শিশু কিশোরদের প্রতিভা বিকাশে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আগামী প্রজন্ম গড়ে উঠতে হবে।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার এই প্রতিযোগিতার মাধ্যমে জেলার প্রতিভাবানরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে নিজেদের আরো মেলে ধরার সুযোগ পাবে। প্রত্যেক বিষয়ে ২জন প্রতিযোগী জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ ও সংগঠনের সকলকে যথা সময়ে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছেন সংগঠনের সভাপতি অ্যাড. বদিউজ্জামান কিরণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.