|| ২রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৩রা শাবান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির শালাইপুর বালিকা মাদ্রাসায় ওয়াজ মাহফিল
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির শালাইপুর বাজারে অবস্থিত খাতুনে জান্নাত ফাতেমা (রাঃ) হাফেজিয়া বালিকা মাদ্রাসার আয়োজনে বাৎসরিক তাফসিরুল কুরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বৈকাল থেকে গভীর রাত পর্যন্ত শালাইপুর উচ্চ বিদ্যালয় মাঠের মাহফিলে ওয়াজিনগণ আল্লাহ্ (রাঃ) ও কোরআন-হাদিসের আলোকে উপস্থিত মুসল্লিদের উদ্যেসে বক্তব্য রাখেন। শালাইপুর এতিম খানার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা আবুল হাসান ফারুকীর সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান ছিলেন উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল। এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও কুসুম্বা ইউপি আ,লীগের সম্পাদক মোঃ সোহরাব হোসেন মন্ডল, কুসুম্বা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহানুর ইসলাম স্বপন, পল্লী বিদ্যুৎ এলাকা পরিচালক জাহাঙ্গীর আলম মাষ্টার, মাদ্রাসার সহ-সভাপতি এম, এ রিমন চৌধুরী, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ রমজান আলী ও রুহুল আমিন বুলু। কুরআন মাহফিলে আগত ঢাকার মদিনাতুল উলুম ক্বওমি মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ শরিফুল ইসলাম (কলরব) প্রধান ওয়াজিন ছিলেন। এছাড়া হাফেজ মাওলানা মোহাম্মদ রাজু কামাল, হাফেজ মাওলানা ওলিউল্লাহ্ চৌধুরী ও মুফতি রবিউল ইসলাম জামালী ওয়াজ করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.