|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ব্যাপক সরিষার চাষ,ফলনে ধ্বস
প্রকাশের তারিখঃ ৮ মার্চ, ২০২৪
পাঁচবিবি উপজেলায় এবার মাঠকে মাঠ সরিষার চাষ হয়েছে।বর্তমান ভোজ্য তেলের মুল্য উর্ধগতির জন্য পাঁচবিবির কৃষকরা গত বছরের সরিষার মুল্য বেশি পাবার আশায় ব্যাপকহারে চাষ করে বৈরী আবহাওয়া ও পচারী রোগের কারনে ফলন কম হয়েছে।তদুপরী দামেও কম।তাতে প্রতি বিঘায় ৩/৪ হাজার টাকা লোকশান গুনতে হচ্ছে।কয়েকজন সরিষা চাষীর সাথে কথা বলে জানা যায় প্রতি বিঘায় ফলন হচ্ছে ৫/৬ মন,বিক্রি হচ্ছে ১৬০০/১৭০০ টাকা।তাই সরিষা চাষ থেকে অনেকে মুখ ফিরিয়ে নিচ্ছে।সরেজমিনে মহনা টিভির পাঁচবিবি প্রতিনিধি ও দৈনিক যুগান্তরের চৌকষ সাংবাদিক আখতার হোসেন বকুল মাঠে মাঠে ঘুরে এ তথ্য সংগ্রহ করেছেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.