|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে লাইসেন্সবিহীন ল্যাব বন্ধ
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযানে মা প্যাথলজী নামক লাইসেন্সবিহীন একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও বাকিদের সর্তক করা হয়।
বুধবার (৬ মার্চ) দুপুর ১২ টায় সীতাকুণ্ড পৌরসদরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুরউদ্দিন রাশেদ। এ সময় সীতাকুণ্ড পৌরবাজারে অবস্থিত মা প্যাথলজী নামক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স না থাকায় এবং বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এটি বন্ধ ঘোষণা করেন। এ সময় কেয়ার হাসপাতালে সরকারী যে দশটি নির্দেশনা যথাযথভাবে পালন না করা এবং লাইসেন্স থাকা সত্ত্বেও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় তাদেরকে দুই দিনের মধ্যে সকল কিছু ঠিক করে অত্র কার্যালয়ে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। পরবর্তীতে ইত্যাদি ডায়াগনস্টিক সেন্টারে পরিদর্শন কালে সকল কিছু এবং লাইসেন্স আপডেট থাকা সত্ত্বেও সকল নির্দেশনা মেনে ল্যাব পরিচালনা করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এছাড়াও দুইটি ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয় এবং তাদেরকে বিভিন্ন বিষয়ে সতর্ক করা হয়। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বুধবার দুপুরে সীতাকুণ্ড বাজারে অবস্থিত একাধিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় মা প্যাথলজী নামক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স ও বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় এটি বন্ধ ঘোষণা করা হয়েছে। বাকিদেরকে সর্তক করা হয়েছে, এই অভিযান চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.