|| ২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে জাতীয় পাট দিবস পালন
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৪
"বঙ্গবন্ধুর সোনার দেশ, স্মার্ট পাটশিল্পের বাংলাদেশ"জাতীয় পাট দিবসের প্রতিপাদ্য সামনে রেখে আজ বুধবার ফরিদপুর ৬ মার্চ, ২০২৪ ইং তারিখ সকাল ১০টায় র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে ফরিদপুরে জাতীয় পাট দিবস পালন করা হয়।
দিবসটি উপলক্ষে সকাল ১০টায় একটি র্যালি শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও পাট অধিদপ্তরের আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইয়াছিন কবির,
আরো ও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল রাজ্জাক মোল্লা,জেলা ভক্তি অধিদপ্তরের সরকারি পরিচালক মোঃ সোহেল শেখ,ট্রাফিক কর্মকর্তা সার্জন তুহিন লস্কর, জেলা পাট অধিদপ্তরের কর্মকর্তা, জুট মিলসের মালিক সহ পাট ব্যবসায়ী বৃন্দ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.