|| ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১২ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির মাঝিনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের হাজরাপুর মাঝিনা গ্রামে তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার রাতে মাঝিনা আয়মাপাড়া দারুস সুন্নাহ্ হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ঈদগাহ্ মাঠে ৩০’তম ওয়াজ মাহফিল হয়। গভীর রাত পর্যন্ত মাহফিলে দেশের বরেণ্য বক্তারা মুসল্লিদের উদ্যেসে আল্লাহ্ নবী (রাঃ) ও কোরআন-হাদিসের আলোকে কথা বলেন। অত্র মাদ্রাসা এতিমখানা ও ঈদগাহ্ মাঠের উন্নয়নকল্পে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন সোনাপুর ডি, এস দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ দাহিরুল ইসলাম আজাদী। ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ,লীগ সম্পাদক ও কুসুম্বা ইউপি চেয়ারম্যান মোঃ জিহাদ মন্ডল। এসময় উপস্থিত ছিলেন পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল মুমিন, উপজেলা আ,লীগ সদস্য মোঃ জাহিনুর রহমান, স্থানীয় ইউপি সদস্য তারেক রহমান। মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন উত্তরবঙ্গের ছন্দবাদী বক্তা আলহাজ্ব মুফতি মাওলানা বজলুর রশিদ ম্ঞিা, মাওলানা মুহাম্মদ আব্দুল বারী রশীদি ও হাফেজ মাওলানা মুফতি সেলিম হোসাইন সহ স্থানীয় বক্তাগণ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.