|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
কুড়িগ্রামে পুলিশের কনস্টেবল নিয়োগে লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে কারাগারে যুবক
প্রকাশের তারিখঃ ৬ মার্চ, ২০২৪
কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় প্রক্সি দিতে এসে গ্রেফতার হয়ে কারাগারে গেলেন ইয়াকুব আলী সাদ্দাম নামের এক যুবক।
বুধবার (৬ মার্চ) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে একইদিন সকালে তাকে আটক করা হয়। আটক ইয়াকুব আলী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার গুরজী পাড়া গ্রামের বাসিন্দা বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলায় চলমান বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ২০২৪ এর মাঠ পর্যায়ে পরীক্ষা শেষে আজ বুধবার (৬ মার্চ) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা তদারকির মাধ্যমে নিশ্চিত করা হয় পরীক্ষার সুষ্ঠু পরিবেশ। এরই মধ্যে চলমান লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বন করে মূল প্রার্থীর জায়গায় ভূয়া প্রার্থী হয়ে প্রক্সি পরীক্ষা দেয়ার সময় তাকে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা টিআরসি নিয়োগ বোর্ডের সদস্যরা। গ্রেফতার যুবক রংপুরের একটি কলেজের শিক্ষার্থী। প্রাথমিকভাবে পুলিশের কাছে উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
কুড়িগ্রাম জেলা পুলিশে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোঃ রুহুল আমীন বলেন, বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পুর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হয়। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করার কোন সুযোগ নেই। আজ আমরা কুড়িগ্রাম জেলার টিআরসি নিয়োগের লিখিত পরীক্ষায় ১ জন ভূয়া পরীক্ষার্থীকে গ্রেফতার করেছি। এর সাথে আরও কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.