|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মাঠ মহড়া অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৪
চট্টগ্রামের মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ও দূর্যোগ প্রস্তুতির কর্মসূচির সিপিপির আয়োজনে জনসচেতনতায় মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। দূর্যোগের সংকেত প্রচার পরেও এখনও তৃণমূল পর্যায়ের মানুষ দূর্যোগকালীন করণীয় বিষয়ে তেমন সচেতন হতে পারেনি। কৃত্রিম দূর্যোগের মাধ্যমে সকল শ্রেণী ও পেশার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে মাঠ মহড়া চলছে প্রতি বছর।
মঙ্গলবার (৫ মার্চ) উপজেলার হেতালিয়া পাড়ে অবস্থিত মলিয়াইশ উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।সিপিপির কর্ণফুলী শাখার সহকারী পরিচালক সাইফুল ইসলামের সঞ্চালনায় ও উপজেলা সিপিপি টিম লিডার এম সাইফুল্লাহ দিদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সিপিপির উপ-পরিচালক হাফিজ আহাম্মদ, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি, মলিয়াইশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাসুদ চৌধুরী, মঘাদিয়া ইউনিয়নের সিপিপি টিম লিডার মহিউদ্দিন, মায়ানী ইউনিয়নের সিপিপি টিম লিডার হাসান মাহমুদ প্রমুখ।
ঘূর্ণিঝড় সংকেত প্রচারের পরও অসচেতনদের প্রাণহানিসহ মালামালের ক্ষয়ক্ষতির দৃশ্য অভিনয়ের পাগলের ভূমিকার পাশাপাশি ছিলেন, চেয়ারম্যান পরিবার, মাতববর পরিবার, শিক্ষক পরিবার, কৃষক পরিবার, জেলে পরিবার, নৃত্য পরিবেশনার, দোকানদার, ইমাম পরিবার, ঘূর্ণিঝড় আসার আগে একটি গ্রাম কেমন স্বাভাবিক অবস্থায় থাকে এবং ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষয়ক্ষতির অবস্থায় সিপিপি সদস্যদের ভূমিকা গুলো তুলে ধরা হয়। এতে সাংবাদিক, জনপ্রতিনিধি, রাজনৈতিক, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল পেশার লোকজন এ মহড়া উপভোগ করেন। অনুষ্ঠান শেষে মহড়ায় অংশগ্রহণ করা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও সিপিপি স্বেচ্ছাসেবকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.