|| ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কুয়েত প্রবাসী প্রয়াত লুদাই মিয়ার মৃত্যুতে আব্দুল হাই মামুন ও মুরাদুল হক চৌধুরীর শোক প্রকাশ
প্রকাশের তারিখঃ ৫ মার্চ, ২০২৪
কুয়েত প্রত্যাগত সদ্য প্রয়াত বিশিষ্ট সংগঠক
জালালাবাদ এসোসিয়েশন কুয়েতের অন্যতম নেতা কুয়েত জাতীয় পাটির সাবেক সিনিয়র সহ সভাপতি লুৎফুর রহমান লুদাই মিয়ার মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন কুয়েত শাখার সভাপতি বিশিষ্ট সংগঠক সমাজসেবক মোঃ আব্দুল হাই মামুন ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সংগঠক বাংলাদেশ কমিউনিটি কুয়েতের আহবায়ক সমাজসেবক দানবীর মোঃ মুরাদুল হক চৌধুরী এক শোক বার্তায় প্রবীণ এ রাজনীতিবিদ ও সংগঠকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবার পরিজন প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। শোক বার্তায় আরো বলেন,মরহুম লুৎফুর রহমান লুদাই মিয়া ছিলেন একজন দক্ষ ও প্রবীণ সংগঠক সমাজসেবায় ও কুয়েত প্রবাসীদের জন্য কাজ করে গেছেন। তিনি ছিলেন বৃহত্তর সিলেট কুয়েত প্রবাসীদের কাছে ছিলেন। একজন প্রিয় মানুষ।
জালালাবাদ এসোসিয়েশন সহ সিলেট বিভাগের বিভিন্ন সংগঠনের সাথে যিনি জড়িত ছিলেন। উল্লেখ্য কুয়েত প্রত্যাগত সদ্য প্রয়াত লুৎফুর রহমান লুদাই মিয়া গত ৩ মার্চ রাতে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.