|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সিলেটে আর্থিক স্বাক্ষরতা দিবস – ২০২৪ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৪
সিলেটের দক্ষিণ সুরমায় আল আরাফা ইসলামী ব্যাংক লিঃ এর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট এর আয়োজনে আর্থিক স্বাক্ষরতা দিবস - ২০২৪ উদযাপন ও আলোচনা সভা সোমবার (৪ মার্চ ২০২৪) বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক ও এভিপি জনাব নুরুল আম্বিয়া চৌধুরী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাম পিএল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব আকতার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি এর স্বত্ত্বাধিকারী জনাব শাফায়াত হোসেন এবং টিএসএল ৭১ লিঃ এর চেয়ারম্যান এনামুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ব্যাংকের আর্থিক অন্তর্ভূক্তির সুবিধাভোগী গ্রাহকগণ।
মত বিনিময় সভার শুরুতেই আর্থিক সাক্ষরতা বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাখা ব্যবস্থাপক ও এভিপি জনাব নুরুল আম্বিয়া চৌধুরী। পরবর্তীতে পবিত্র কোরান থেকে তেলওয়াত করেন ব্যাংক কর্মকর্তা হাফেজ মোঃ মকছুদুল আরেফিন। আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের বিভিন্ন আর্থিক সেবা সমূহের বর্ণনা তুলে ধরেন শাখার অপারেশন ম্যানেজার ও এসপিও আহমুদুর রশীদ চৌধুরী। আর্থিক অর্ন্তভূক্তি বিষয়ে গ্রাহকদের মানসম্মত ইসলামী ব্যাংকিং সেবার বিষয়ে বিশেষ জোর প্রদান করে ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকায় খোলা ব্যাংক হিসাব যেমন স্কুল ব্যাংকিং হিসাব, পথশিশু ও কর্মজীবী মানুষের ব্যাংক হিসাব ইত্যাদিকে প্রাধান্য দিয়ে সবাইকে ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা ও রাষ্ট্রের উন্নতিতে ভূমিকা রাখার জন্য আহবান করেন শাখার বস্থাপক ও এভিপি জনাব নুরুল আম্বিয়া চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে সিলাম পিএল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব আকতার হোসেন বলেনঃ শুধু টাকা গ্রহণ বা পাঠানো নয় সমাজের নিম্ন আয়ের মানুষকে আধুনিক ব্যাংকিং সেবার আওতায় নিয়ে এসে সঞ্চয়ে আগ্রহী করা, ডিজিটাল লেনদেনের উৎসাহী করা ইত্যাদি বিষয়ে জোর প্রদান করতে হবে। বিশেষ অতিথি জনাব শাফায়াত হোসেন আর্থিক সেবাবঞ্চিত সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আধুনিক ইসলামি ব্যাংকিং সেবা পৌঁছানোর জন্যে আল-আরাফাহ ইসলামি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.