|| ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৫ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে দারুল ইসলা একাডেমির অভিভাবক সমাবেশ
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দারুল ইসলাহ একাডেমীর আয়োজনে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহন করা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। প্রতিষ্ঠান প্রাঙ্গনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমান মন্ডলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা। এসময় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল-মাহবুব চন্দন, জেলা আ,লীগের যুগ্ন-সম্পাদক মীর রেজাউল করিম, কাউন্সিলর আমজাদ হোসেন ও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল বাশার সহ অভিভাবক শিক্ষক/শিক্ষার্থীরা। পরে ক্রীড়া প্রতিযোগিতায় জয়লাভ করা শিক্ষার্থীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.