|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
আবুধাবিতে বাংলাদেশ স্কুলের অভিভাবকদের উদ্যেগে বনভোজন
প্রকাশের তারিখঃ ৪ মার্চ, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুদাবিতে একমাত্র বাংলাদেশি শিক্ষাপ্রতিষ্ঠান শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামী স্কুল এন্ড কলেজ ছাত্র ছাত্রীদের নিয়ে গত ২রা মার্চ মোছাফ্ফাহ রোড পিকনিক পার্কে প্রায় ৪০০ পরিবারের সদস্যদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজনের নানা কার্যক্রমের মধ্যে ছোট ছেলে মেয়েদের দৌড়, ছাত্রীদের মার্বেল দৌড়, মহিলাদের বালিশ খেলা, বড় মেয়েদের বালিশ নিক্ষেপ, পুরুষদের বল নিক্ষেপ সহ দেশীয় নানান খেলাধুলা । বনভোজনে আসা পরিবারের মধ্যে একত্রিত হওয়া মানে একটা বাংলাদেশকে প্রবাসের মধ্যে পরিচিত করা। দুপুর ১২ঃ০০ টা থেকে চলে পার্কে সকল পরিবারদের ভীড়। সবাই ব্যস্ত খাবার নিয়ে সাথে চলে বনভোজনের বিভিন্ন পরিবারের মধ্যে বসে গল্প গুজব চায়ের আড্ডা। খাবারের পরে বিকেলে হয় চায়ের আড্ডা ও পরিচিত। বাংলাদেশ স্কুলের অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মিলনমেলায় মনে হচ্ছে প্রবাসে এক টুকরো বাংলাদেশ। অভিভাবকদের এই আয়োজন ছিল দেখার মত। আয়োজকদের কমিটির মধ্যে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা আব্দুল খালেক, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ আলী, মোহাম্মদ সরোয়ার, মোহাম্মদ আলম, মোহাম্মদ জামাল, মোহাম্মদ মোক্তার কোন মাহাবুব খন্দকার সহ আরো অনেকে। বক্তৃতাকালে বলেন আজকের অনুষ্ঠানে সকল অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের সহযোগিতার কারণে সুন্দর একটা বাংলাদেশী স্কুল অভিভাবকদের নিয়ে মিলনমেলার আয়োজন করতে পেরেছি। বাংলাদেশের সংস্কৃতি কৃষ্টি কালচার কে ধরে রাখতে হবে। আমরা যদি নতুন প্রজন্মাদের এ ধরনের দেশের সংস্কৃতি তাদের কাছে তুলে ধরতে না পারলে তাহলে তারা সবকিছু থেকে বঞ্চিত হবেন। তাই প্রবাসে শিক্ষার পাশাপাশি মায়ের ভাষা, দেশের ঐতিহ্য, সংস্কৃতি, খেলা ধূলা সবকিছু নতুন প্রজন্মদের কাছে তুলে ধরতে হবে। অনুষ্ঠান শেষে খেলাধুলায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে পুরস্কার বিতরণ করা হয়। বক্তব্যকালে আরো বলেন ঢাকা বেলি রোডে আগুনে পুড়ে যাওয়া নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.