|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে এস এস সি ও এইচ এস সি তে জি পি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও এস এস সি এবং এইচ এস সি তে জি পি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের আয়োজনে, বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতি আলহাজ্ব এ কে এম জাফর উল্ল্যাহ সভাপতিত্বে এবং বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের শিক্ষক টিপু সুলতানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, মোঃ নাছির উদ্দীন মেমোরিয়াল ট্রাষ্টের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মোঃ জাহাঙ্গীর, বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সদস্য মোঃ আবু তাহের, গভর্ণিং বডির সদস্য আব্দুল্লাহ আল মামুন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আ ম ম দিলসাদ, ৫নং বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ছাদাকাত উল্যাহ মিয়াজী, গভর্ণিং বডির সদস্য এস এম নাছির আহম্মেদ, গভর্ণিং বডির সদস্য মোঃ আবু তাহের, এডঃ ভবতোষ নাথ, সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহার, পৌর কাউন্সিলর শফিউল আলম চৌধুরী মুরাদ, বাড়বকুণ্ড ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওরঙ্গজেব সাবুসহ রাজনৈতিক, সামাজিক, অত্র হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীদের অভিবাবকবৃন্দ, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ এবং অত্র হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ। আমন্ত্রিত অতিথি ও বিশেষ অতিথিবৃন্দদের কে ফুল এবং ক্রেস দিয়ে বরণ করে নেওয়া হয়। উল্লেখ্য যে, বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজের ২০২৩ সালে এস এস সি পরীক্ষায় জি পি এ ৫ প্রাপ্ত ১০ জন ও এইচ এস সি তে জি পি এ ৫ প্রাপ্ত ২০ জনসহ মোট ৩০ জন শিক্ষার্থী কে সংবর্ধনা দেওয়া হয় এবং বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.