|| ৪ঠা মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম না ফিরার দেশে চলে গেলেন
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৪
আজ ২ রা মার্চ বিকেলে পশ্চিম বালিঘাটা নিবাসী, পাঁচবিবি প্রেসক্লাবের অন্যতম সদস্য, ও একজন মসলা ব্যাবসাহী আমার সহযোদ্ধা নজরুল ইসলাম হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে মৃর্ত্যুবরন করেছেন।তাঁর অকাল মৃর্ত্যুতে গভীর শোক জানিয়েছেন,পাঁচবিবি প্রেসক্লাবের সভাপতি আঃ হালিম সাবু,সাঃসম্পাদক,উল্লাসহাজরা,সহসভাপতি দুলাল অধিকারী, সদস্য সুনিল রায়,নির্মল রায়,দবিরুল ইসলাম,সাবেক সভাপতি আজাদ আলী,সদস্য বাবুল হোসেন,আবুহাসান,সজল কুমার দাস,সাখাওয়াত হোসেন,প্রমুখ।তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাচশ করেন।।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.