|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের অর্থয়ানে খুটাখালী খেয়াঘাটে আরো ১১০ ফুট পাকা স্লাব এর কাজ চলছে
প্রকাশের তারিখঃ ২ মার্চ, ২০২৪
খুলনার দাকোপের খুটাখালী খেয়াঘাট থেকে
বাগের হাট জেলার মোংলা দিগরাজ খেয়া পারে আন্তজেলা খেয়াপার ঘাটে আরো ১১০ ফুট পাকা স্লাব এর কাজ দ্রুত গতিতে চলছে।এর পুর্বে ১১৩ ফুট স্লাবের কাজ সমাপ্ত করেছেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি, লাউডোব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দাকোপ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী আলহাজ্ব শেখ যুবরাজ।
আমাদের খুলনা , এ সময় শেখ যুবরাজ বলেন, ,জাতির জনক বঙ্গবন্ধুরসোনার বাংলা বিণির্মানে ডিজিটাল বাংলার রুপকার বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ।গ্রামকে শহরে পরিণত করতে ণিরালস ভাবে কাজ করে যাবো।দেশে উন্নয়ন হয় আওয়ামী লীগ সরকার থাকলে আওয়ামীলীগ সরকার মানেই উন্নয়নের সরকার,এর আগে পাঁচটি ইউনিয়ন সহ অন্যান্য এলাকা হতে বছরের পর বছর থেকে ঘাটে ঝুকি নিয়ে নদীপারা পার হয়ে ব্যবসা বাণিজ্য,শিক্ষা চিকিৎসা সহ দৈনন্দিন জীবনের নানা চাহিদা মেটানোর জন্য জেলা সদর সহ দেশের অন্য শহরের সঙ্গে যোগা যোগ রক্ষা করে চলেছে।
এই ঘাটে এর আগে বাশের ব্রিজ এর মাধ্যমে খেয়াপারারের যাত্রিরা উঠানামা করতো এতে করেজরাজির্ণ ঘাটে প্রতিনিয়ত জনদুর্ভোগের সৃষ্টি হতো। নির্মানধীন কাজটি তদারকি করছেন ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিতাই জদ্দার।এসময় উপস্হিত ছিলেন,লাউডোব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল,ইউপি সদস্য নিতাই জদ্দার,,শ্যামল দাস সহ অন্যঅন্যরা
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.