|| ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৪ঠা শাবান, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জে জাতীয় বীমা দিবস পালিত
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে "করবো বীমা গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ " প্রতিপাদ্য নিয়ে ১ মার্চ জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর সিনিয়র ইউনিট ম্যানেজার মোঃ দুলাল মিয়ার সঞ্চালনায় এসময় বক্তব্য দেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর ব্রাঞ্চ ম্যানেজার মাহফুজ ইমাম, সাংবাদিক মনিরুজ্জামান লিমন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর বকশীগঞ্জ ব্রাঞ্চ অফিসের ইউনিট ম্যানেজার আশরাফ হোসেন, সিনিয়র এফ.এ ফরহাদ হোসেন সহ বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানীর প্রতিনিধিগণ, সুধীজন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.