|| ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
খুলনার দাকোপে ইউএনও কাপ কেরাম বোর্ড ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৪
খুলনার :দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও কাপ ও কেরাম বোর্ড টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধন এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৪ টারদিকে উপজেলা ব্যাডমিন্টন মাঠে উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কেরাম বোর্ড টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, এ্যাড: জি এম কামরুজ্জামান, প্রধান শিক্ষক সঞ্জয় কুমার রায়।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আওয়ামী লীগনেতা গাজী আঃ রহিম, সরোয়ার হোসেন গাজীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক বৃন্দ। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ কর হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.