|| ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
একই পরিবারের পাঁচ জনের নিভে গেলো জীবন প্রদীপ
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৪
রাজধানীর বেইলী রোডে অগ্নিকাণ্ডে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরের সৈয়দ মোবারক হোসেন কাউছারের পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহগুলো নিয়ে বাড়ির উদ্দেশে দুপুরে রাজধানী থেকে অ্যাম্বুল্যান্স যোগে রওনা দিয়েছেন বলে জানিয়েছেন
নিহতেদের স্বজনরা,
নিহতরা হলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের আবুল কাসেমের ছেলে সৈয়দ মোবারক হোসেন কাউসার (৫০), তাঁর স্ত্রী স্বপ্না (৩৫), মেয়ে কাশফিয়া (১৭), নূর (১৩), ছেলে আব্দুল্লাহ (৭)। পরিবারটির সবাই রাজধানীর মধুবাগ এলাকায় বসবাস করতেন।
নিহত কাউসারের চাচাতো ভাই সৈয়দ আবুল ফারাহ তুহিন জানান, মাত্র দেড় মাস আগে ইতালি থেকে দেশে ফেরেন সৈয়দ মোবারক হোসেন কাউসার। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনি। সেখানে অগ্নিদগ্ধ হয়ে সৈয়দ কাউসার, তাঁর স্ত্রী স্বপ্না, মেয়ে কাশফিয়া, মেয়ে নূর, ছেলে আব্দুল্লাহ নিহত হয়।
তিনি জানান, বাদ আসর জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
গোরস্তানে একই সারিতে পাঁচজনের জন্যে কবর খোঁড়া হচ্ছে। বাড়িতে নিয়ে আসা হয়েছে পাঁচটি খাটিয়া।
কবর খুঁড়তে থাকা সাত্তার নামে এক ব্যক্তি বলেন, ‘একসাথে খেতে বসেছিলেন তাঁরা। একসাথেই মারা গেলেন। এমন মৃত্যু আমরা আর দেখিনি।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.