|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অনন্তপুর হরিসংঘের দ্বি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন
প্রকাশের তারিখঃ ১ মার্চ, ২০২৪
ফেনি জেলার পরশুরাম উপজেলার অনন্তপুর হরিসংঘ কর্তৃক আয়োজিত দ্বি- বার্ষিক সদস্য সম্মলেন ও নতুন কমিটি গঠন করা হয়েছে। সুশীল সমাজ সাধারণ নাগরিক শিক্ষার্থী বিভিন্ন পেশাজীবি মানুষের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়। এতে ২৮ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির ঘোষনা করা হয়।
অনন্তপুর হরিসংঘের নব-নির্বাচিত সদস্যরা হলেন,সভাপতিঃ দিপু কুমার নাথ,সহ-সভাপতি: পল্লব দেব নাথ,সহ-সভাপতি: মিঠুন দেব নাথ,সহ-সভাপতি:আঁখি রানী নাথ,সাধারন সম্পাদকঃ শান্ত চক্রবর্তী,সহ-সাধারন সম্পাদক: প্রান্ত দেব নাথ,যুগ্ম সাধারণ সম্পাদিকা:শ্রাবনী রানী নাথ (কেয়া),সাংগঠনিক সম্পাদকঃ বিজল চন্দ্র নাথ,অর্থ সম্পাদকঃ দূর্জয় চক্রবর্তী,সহ-অর্থ সম্পাদিকা : পৃথা রানী নাথ,দপ্তর সম্পাদক-: অজয় নাথ,সহ-দপ্তর সম্পাদক:কাজল দেব নাথ,প্রচার সম্পাদক: আকাশ দেব নাথ,সহ- প্রচার সম্পাদক:জিশু শীল,সমাজকল্যাণ সম্পাদক:সৈকত দেব নাথ,সহ-সমাজকল্যাণ সম্পাদক:সমর দেব নাথ,ছাত্র বিষয়ক সম্পাদিকা:মম চক্রবর্তী,সাংস্কৃতিক সম্পাদিকা:তিথি রানী নাথ,সহ-সাংস্কৃতিক সম্পাদিকা : পূজা রানী নাথ,সহ-সাংস্কৃতিক সম্পাদক: শিপন দেব নাথ,মহিলা বিষয়ক সম্পাদিকা: অর্পিতা রানী নাথ,সহ মহিলা বিষয়ক সম্পাদিকা:অন্নি ভৌমিক,তথ্য ও গবেষণা সম্পাদক:পার্থ দেব নাথ,শিক্ষা বিষয়ক সম্পাদিকা: লাবনী রানী নাথ,সাহিত্য বিষয়ক সম্পাদিকা:আদ্রিতা রানী নাথ ২৫.বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: শুভ দেব নাথ,ধর্ম বিষয়ক সম্পাদক:শান্ত দেব নাথ,সহ-ধর্ম বিষয়ক সম্পাদিকা: সীমা রানী নাথ,যুব-ক্রীড়া বিষয়ক সম্পাদক:জয় চক্রবর্তী।
নব-নির্বাচিত সভাপতি বলেন গতানুগতিক সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার কোন বিকল্প নেই তাই বর্তমান এই দুঃসময়ের জন্য ধর্মীয় শিক্ষা নৈতিক শিক্ষার পাশাপাশি গীতা শিক্ষার ওপর গুরুত্ব আরোপ করে তিনি গীতার আলো সমাজের সর্বস্তরে জ্বালিয়ে দেওয়ার আহ্বান জানান এবং ধর্মীয় শিক্ষা সমাজকে জাতিকে তথাপি দেশকে সুশৃংখল ও নিয়মানুবর্তিতা হতে শেখায় উল্লেখ করে সবাইকে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি নতুন কমিটিকে অভিনন্দনও জানান।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.