|| ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ || ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির বাগজানায় ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে র্যাব
প্রকাশের তারিখঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী বাগজানা ইউনিয়নের চেঁচড়া গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে জয়পুরহাট র্যাব-৫।
আজ বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ২৮ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাত সোয়া ৪ টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, জয়পুরহাট র্যাব-৫, সিপিসি-৩, উক্ত গ্রামে মাদক দ্রব্য উদ্ধার আভিযান চালায় এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা ৬৩ বোতল ফেন্সিডিল ফেলে পালিয়ে যায়।
উদ্ধারকৃত ফেন্সিডিল গুলি পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.