|| ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১১ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে সিঁধ কেটে গরু চুরি
প্রকাশের তারিখঃ ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের বাগজানা গ্রামের শুকুর আলীর গোয়াল ঘরে সিঁধ কেটে তিনটি দেশিয় গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গতকাল ২৮ ফেব্রুয়ারী বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। গরু তিনটির আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, শুকুর আলী স্থানীয় আছিরিয়া দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী। তিনি প্রতিদিনের মত তার দুটি গর্ভবর্তী গাভী ও একটি বকনা গরু সন্ধ্যায় গোয়ালে রেখে বাড়ীর পাশে মাদ্রাসা ডিউটি করতে আসেন। ঐদিন রাত ২টার পর কোন এক সময় চোরেরা তার গোয়াল ঘরের সিঁধ কেটে গরু তিনটি চুরি করে। পরে মাদ্রাসার অদূরে রাখা ভটভটিতে করে তুলে নিয়ে যায়। ঘটনার রাতে শুকুর আলী বুঝতে পারলেও ডেকোটরের মালামাল ওঠানামা করছে মনে করে গুরুত্ব দেন নাই।
পরে সকালে বাড়ীতে গিয়ে দেখতে পান তার গোয়াল ঘরের সিঁধ কাটা ও গরু নেই।
বিষয়টি থানায় জানানো হলে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.