|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
জয়পুরহাট ও নওগাঁয় র্যাবের অভিযানে পর্নোগ্রাফি ও মাদকব্যবসার অপরাধে ৮ জন গ্রেপ্তার
প্রকাশের তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাট ও নওগাঁ জেলায় র্যাবের পৃথক ৩টি অভিযানে একই দিনে পর্নোগ্রাফি সরবরাহ ও মাদকদ্রব্য ব্যবসার অপরাধে ৮ জন গ্রেপ্তার হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের একটি চৌকস দল ২৬ ফেব্রুয়ারি সোমবার রাতে নওগাঁ জেলার ধামুইরহাট থানার মঙ্গলবাড়ী বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারী নওগাঁ জেলার ধামুরহাট থানার মুকুন্দপুর গ্রামের শ্রী নৃপেন্দ্র নাথ সরকারের পুত্র শ্রী নিত্য সরকার (২৪), জয়পুরহাট সদর থানার বিল্লা গ্রামের মোঃ আজিজুল ইসলামের পুত্র মোঃ শহিদ হোসেন (২২) ও দোগাছি গ্রামের মোঃ আবু হানিফের পুত্র মোঃ সিফাত হোসেন (১৮) কে কম্পিউটার ও ইলেকট্রনিক্স ডিভাইসসহ হাতেনাতে গ্রেফতার করে।
পৃথক ৩টি প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,আটককৃত আসামীগণ মঙ্গলবাড়ী বাজারস্থ তাদের দোকানের নিজস্ব কম্পিউটার এর হার্ডডিস্কে অশ্লিল সিনেমা ও গানের ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে পর্নোগ্রাফি ভিডিও সরবরাহ করত। অপরদিকে একইদিন রাতে র্যাবের অপর একটি চৌকস দল জয়পুরহাট জেলার সদর থানার পাইকরদড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ২৩ পিস ট্যাপান্টাডল ট্যাবলেট ও ১২ গ্রাম গাঁজাসহ ঐ এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র মাদককারবারী মোঃ ফেরদৌস হোসেন (৫২), মোঃ মাহাতাব মন্ডলের পুত্র মামুন মন্ডল (৩১), ও বুলু পাড়া গ্রামের মোহাম্মদ ইসলামের পুত্র শহিদুল ইসলাম (৩৩) কে গ্রেফতার করে।এছাড়াও একই রাতে র্যাবের অপর একটি অভিযানে জয়পুরহাট জেলার সদর থানার জামালপুর এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ একই থানার ভিটি গ্রামের আব্দুর রহিমের পুত্র মাদকব্যবসায়ীমিনহাজুল ইসলাম (২৬) ও খাঁপাড়া গ্রামের ফজলু মন্ডলের পুত্ররফিকুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীরা সবাই চিহ্নিত মাদক কারবারী। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা পাইকারী বিক্রি করতো। এ ব্যাপারে নওগাঁ জেলার ধামুরহাট ও জয়পুরহাট জেলার সদর থানায় গ্রেফতারকৃত আসামিদের সোপর্দ-পূর্বক পর্নোগ্রাফি ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.