|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
রাষ্ট্রপতি পুলিশ পদক – ২০২৪ পেলেন ফরিদগঞ্জের শামসুন্নাহার
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
রাষ্ট্রপতি পুলিশ পদক -২০২৪ পেলেন রত্নগর্ভা মায়ের জ্যেষ্ঠ কন্যা ফরিদগঞ্জের 'শামছুন্নাহার'সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এ বছর প্রেসিডেন্ট পুলিশ মেডেল(পিপিএম-সেবা) পদক পেলেন অতিরিক্ত পুলিশ সুপার শামছুন্নাহার। পুলিশ সপ্তাহে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ পদক প্রদান করবেন। তিনি ফরিদগঞ্জ উপজেলার বড়ালী গ্রামের কলি মিয়া মিয়াজীর কনিষ্ঠ পুত্র মরহুম মোঃ আবুল হোসেন ও রত্নগর্ভা মা রওশন আরার জ্যেষ্ঠ কন্যা। রত্নগর্ভা পরিবারের এ সন্তান শিক্ষা জীবনের প্রতিটি পদক্ষেপেই রেখেছেন মেধার স্বাক্ষর। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনার পাঠ চুকিয়ে যোগদান করেন 'দুর্নীতি দমন কমিশনে' সহকারী পরিচালক হিসেবে। সব সময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই মেধাবী মুখ পরবর্তীতে ৩৩ তম বিসিএস এ 'বাংলাদেশ পুলিশে' যোগদান করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন প্রতিনিয়ত। সর্বশেষ জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোতে প্লাটুন কমান্ডার হিসেবে কৃতিত্বের সহিত দ্বায়িত্ব পালন করেন।বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত থেকে মানুষের জন্য নিরলস কাজ করছেন। নারী নির্যাতন প্রতিরোধে ব্যক্তিগতভাবে কাজ করে যাচ্ছেন এই মেধাবী মুখ। বর্তমানে তিনি COESPU, ইতালিতে প্রশিক্ষণরত।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.