|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
মতলব উত্তরে ৪৪ কেজি গাজা উদ্ধার, আটক -৩
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
চাঁদপুরের মতলব উত্তরে বস্তাভর্তি ৪৪ কেজি গাঁজাসহ ৩ মাদককারবারীকে আটক করেছে মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোর ৪টার সময় মেঘনা নদীর জহিরাবাদ এলাকা থেকে তাদের আটক করা হয়। মোহনপুর ফাঁড়ি ইনচার্জ মুনিরুজ্জামানের দিকনির্দেশনায় এএসআই মো. মানিক মিয়া, নায়েক আবু কাউছারের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, মনির হোসেন (৩০), মানিক হোসেন (২২) ও মো. কাঞ্চন (৩০) তাদের সকলের বাড়ী সখিপুরের শরিয়তপুর জেলায়।
মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় মেঘনা নদীতে অভিযান পরিচালনা করছে নৌপুলিশ। অভিযান পরিচালনার সময় জহিরাবাদ এলাকায় ট্রলারযোগে ৩জন যাত্রীকে দেখতে পাই নৌপুলিশেল সদস্যরা। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌপুলিশের সদস্যরা স্প্রীডবোটযোগে তাদের গতিরোধ করে ট্রলার তল্লাশী করে ৩টি সাদা বস্তাভর্তি ব্যাগ দেখতে পায়। বস্তা খুলে নৌপুলিশের সদস্যরা বস্তার মধ্যে থাকা ১১টি টেপ মোড়ানো প্যাকেটে গাঁজা দেখতে পায়। তাৎক্ষণিক নৌপুলিশের সদস্যরা ট্রলারে থাকা ৩জন মাদককারবারী, ৪৪ কেজি গাঁজা ও বহনকাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করে। মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির এএসআই মানিক জানান, জব্দকৃত গাঁজার মূল্য আনুমানিক ৫ লাখ ২৮ হাজার টাকা।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মুনিরুজজ্জামান জানান, আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। মামলা দায়েরের পর তাকে জেলহাজতে প্রেরণ করা হবে। মাদকের বিষয়ে পুলিশের কোন আপোষ নেই। নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.