|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে মহিলা আওয়ামীলীগের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের ৫৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা মহিলা আওয়ামীলীগের আয়োজনে পৌর পার্কে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মাসুদা পারভীন ঝর্না সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক ও পাঁচবিবি উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, মোহাম্মদপুর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি আসমা আক্তার খুশি, আওলাই ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ফেন্সি আক্তার সহ আরো অনেকে।
এর আগে পাঁচবিবি পাঁচমাথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে একটি র্যালী শহর প্রদিক্ষণ করেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.