|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘ মন্দিরে শ্রী শ্রী রাম চন্দ্র দেবের ১৬৪ তম আবির্ভাব উৎসব উদযাপন
প্রকাশের তারিখঃ ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘে পরম পূজ্যপাদ গুরুদেব শ্রী শ্রী ঠাকুর রামচন্দ্র দেবের ১৬৪ তম শুভ আবির্ভাব স্মরণ উৎসব মহাসাড়ম্বে উদযাপিত হয়। গত ২৫ শে ফেব্রুয়ারি ২০২৪ রবিবার সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে গুরু পূজা, বাবার বাল্য ভোগ, লোকনাথ বাবার পূজা, গীতা পাঠ ও নারায়ন পূজার মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয় শ্রীকৃষ্ণ লোকনাথ সেবা সংঘ মন্দিরের সঞ্জীব দেবনাথ, অনিপ দেবনাথ, শিপন কর্মকার, সজীব দাশ, পবন দাশ, মিন্টু দে, মিঠুন দাশ, গনেশ দে, সুনীল শীল, বিকাশ দেবনাথ, প্রকাশ দেবনাথ, রাজু শীল, বন্ধন দেবনাথ,রুবেল দাশ ও পলাশ শীল সহ মন্দিরের অনেক ভক্তবৃন্দ। অনুষ্ঠানের বক্তব্য রাখেন রাস আল খাইমাহ রাম ঠাকুর মন্দিরের ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু ,সারজা পার্থসারথি গীতা সংঘের প্রদীপ সেন, আজমান সৎসঙ্গের অজিত রায়, মোছাফ্ফা সনাতনী গীতা সংঘের প্রমোদ পাল সাংবাদিক সনজিত কুমার শীল,অপু দাশ,তিলক তালুকদার, দিলীপ দাশ সহ আমিরাতে বিভিন্ন মন্দির থেকে আসার ভক্তরা। অনুষ্ঠানে ভজন পরিবেশন ও সংকীর্তনের মাধ্যমে বিশ্ববাসীর মঙ্গল কামনায় প্রার্থনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.