|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে ছোট ভাইয়ের পক্ষে মাঠে নামলেন উপজেলা চেয়ারম্যান
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে মাঠে নেমেছেন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের কাঁচা বাজার, মধ্য বাজার, দক্ষিণ বাজার, মালিবাগ মোড়, বাস স্ট্যান্ড এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি।
আগামি ৯ মার্চ পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছোট ভাই ইসমাইল হোসেন বাবুল তালুকদারের মোবাইল ফোন প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন উপজেলা চেয়ারম্যান মো. আব্দুর রউফ তালুকদার।
গণসংযোগকালে তিনি শান্তিপ্রিয় পৌর শহরে রূপান্তর করতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী বাবুল তালুকদারকে ভোট দিতে ভোটারদের প্রতি উদাত্ত আহবান জানান।
এসময় বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম লিটন, কৃষকলীগ নেতা মাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.