|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা
প্রকাশের তারিখঃ ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
পাঁচবিবি উপজেলার জীবনপুুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর মিজানুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আজ সোমবার দুপুরে পাঁচমাথা সমিতির অস্হায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠন সভাপতি ও ধুরইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সম্পাদক ও কুসুম্বা ইউনিয়ন পরিষদ জনপ্রিয় চেয়ারম্যান মো.জিহাদ মন্ডল। বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সুমন চৌধুরী, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির সম্পাদক মো.রেজাউল করিম,হাবিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রামভদ্রপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদেব চন্দ্র দাশ,রতনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলে এলাহী, শ্রীমন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সড়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিমুল এহসান, বড়মানিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাসিন আলী, কোতোয়ালি বাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী,কাঁকড়াউচ্চবিদ্যালয়েরপ্রধানশিক্ষকশাহিনহোসেনপ্রমূখ।শেষে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচছা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.