|| ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্ধন উড়াও (৪৪) নামের পলাতক এক আদিবাসীকে গ্রেফতার করেছে র্যাব-৫, জয়পুরহাট। বন্ধন উড়াও উপজেলার বাগজানার পাশ্ববর্তী ধরঞ্জী ইউনিয়নের রুপাপুর গ্রামের মৃত লাহারু উড়াও এর পুত্র। এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩, গতকাল রবিবার বেলা আড়াইটার সময় উপজেলার ধরঞ্জী এলাকা হতে তাকে আটক করে। সে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ছিল।”
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৩ ডিসেম্বর সকালে পুলিশ কয়া গ্রামে ওৎ পেতে থাকা কালে দুই ব্যক্তিকে সন্দেহ হওয়ায় তাদেরকে থামতে বলে। এসময় একজন পালিয়ে গেলেও ৭০ বোতল ফেন্সিডিল সহ বান্ধন উড়াওকে গ্রেফতার করে পুলিশ।
পরবর্তীতে জামিনে জেলহাজত থেকে বের হয়ে সে পলাতক ছিল। পলাতক থাকা অবস্থায় গত ২০ নভেম্বর জয়পুরহাটের অতিরিক্ত জেলা জজ আদালত-২ এর বিচারক মোঃ আবাস উদ্দীন তাকে যাবজ্জীবন কারাদন্ডের আদশ সহ ৫০ হাজার টাকা জরিমানা করেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য র্যাব তাকে পাঁচবিবি থানায় সোপর্দ করেছে ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.