|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
আমিরাতে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম শুভ আবির্ভাব মহোৎসব উদযাপন
প্রকাশের তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
নসংযুক্ত আরব আমিরাত আরব আফ্রিকা সৎসঙ্গ কর্তৃক আয়োজিত পরম পূজপাদ শ্রী শ্রী আচার্য্যদের আশীর্বাদে এবং পরম পূজনীয় শ্রী শ্রী অনিন্দ্যদূতি চক্রবর্তী (বিংকি) দাদার অনুপ্রেরণায় বিশ্ব শান্তি মঙ্গল কামনায় পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৬ তম জন্ম মহোৎসব বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাড়ম্বরে উদযাপিত হয়। ২৩ শে ফেব্রুয়ারি শুক্রবার আজমান একটি হল রুমে এই মহান মিলন মেলায় হাজারের অধিক সনাতনির মিলনমেলা ঘটে। উক্ত অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সূচনা হয়। অনুষ্ঠানের ধারাবাহিকতায় প্রাত:কালীন প্রার্থনা, সৎ গ্রন্থাদি পাঠ, সঙ্গীতানুষ্ঠান, ভজন কীর্তন, নৃত্যনুষ্ঠান, শ্রীশ্রী ঠাকুরের ভাবধারায় আলোচনা সভা, সৎদীক্ষা, ছোট সোনামণিদের সার্টিফিকেট বিতরণ, মহাপ্রসাদ ভান্ডারা বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উক্ত মহোৎসবে আরব আমিরাতের সাতটি প্রদেশ থেকে নাট মন্দিরের ভক্তবৃন্দ সহ সকল সনাতনী দাদা ও মায়েদের উপস্থিতিতে অনুষ্ঠানের পূর্ণতা লাভ পায়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.