|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে গরু চোর চক্রের চার সদস্য আটক
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুলিশের অভিযানে গরু চোর চক্রের চার সদস্যকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাতে উপজেলার ১০ নং সলিমপুর ইউনিয়নস্থ দক্ষিণ সলিমপুর ডিসি পার্কের দক্ষিণে কেওড়া বাগানে অভিযান চালিয়ে দুইটি গরুসহ এই চক্রের চার সদস্যকে আটক করা হয়। আটককৃতরা হলেন ফকিরহাট ইমামনগর এলাকার ইউনুছের পুত্র কাউছার (২০), একই এলাকার জাহাঙ্গীর আলমের পুত্র মাহিম (২১) ও বাগদন্ডিম থানাধীন এলাকার মৃত জালাল আহম্মেদের পুত্র হেলাল (৩০), দক্ষিণ সলিমপুর ইউনিয়নস্থ আব্দুর রহিমের পুত্র দিদার(২০)। এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন বলেন,আটককৃত আসামীদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি চুরি মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধারকৃত গরু মালিকদের বুঝিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই গরুচোর চক্রের বিশাল একটা সিন্ডিকেট রয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.