|| ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি
মেডিকেল কলেজে চান্স পাওয়া ১১জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল, মেডিকেল অফিসার ডা. রিয়া সাহা, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক প্রমুখ।
সংবর্ধনা প্রদানকালে মেধাবী শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
যাদের সংবর্ধনা দেওয়া হয় তাঁরা হলেন দিনাজপুর মেডিকেল কলেজে চান্স পাওয়া হৃদয় ইসলাম, একই কলেজের আবরার জাওয়াদ রাইয়ান তালুকদার, ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স পাওয়া নূর এ আফজা মোহনা , একই কলেজের তাসনিম হাসনাইন, নেত্রকোনা মেডিকেল কলেজে চান্স পাওয়া জান্নাতুল ফেরদৌসি,একই কলেজের মাহমুদা ফেরদেসি মিম, কিশোরগঞ্জ শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজে চান্স পাওয়া নিশাত তাসনিম ছোঁয়া , নীলফামারী মেডিকেল কলেজে চান্স পাওয়া মো. তাহমিদ হাসান ও আদিবা মুয়িম্মাহ।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মেডিকেল কলেজের ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাঁদের অভিভাবক বৃন্দ। তাঁরা ভাবষ্যতেও এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.