|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে জানালার গ্রিল ভেঙ্গে দুধর্ষ চুরি
প্রকাশের তারিখঃ ২২ ফেব্রুয়ারি, ২০২৪
পাঁচবিবিতে জানালার গ্রিল ভেঙ্গে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে।আজ বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কোকতারা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ চুরির ঘটনা ঘটে।
উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন বলেন,বুধবার বিদ্যালয় বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের পিয়ন এসে দেখে জানালার গ্রিল ভাঙ্গা। আমরা শিক্ষকরা বিদ্যালয়ে এসে দেখি চোরেরা বিদ্যালয়ের পিছনের জানালার গ্রিল ভেঙে ৩টি ক্লাসরুমের ভিতরে প্রবেশ করে ৪টি সেলিং ফ্যান,নগদ টাকা ও স্কুলের গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। ইতিপূর্বেও অফিসের জানালার গ্রিল ভেঙ্গে ল্যাপটপসহ বিভিন্ন জিনিসপত্র চুরি হয়েছে। চোরের উপদ্রবে আমরা অতিষ্ঠ। পাঁচবিবি থানার ওসি ফয়সাল বিন আহসান জানান,এ সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হোসেন আরো জানান,পুলিশ এসে দেখে যাওয়ার পর এ ব্যাপারে পাঁচবিবি থানায় ১টি লিখিত অভিযোগ দায়ের করেছি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.