|| ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ || ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
ভাষা শহীদদের প্রতি সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি আয়নুল হকের “বিনম্র শ্রদ্ধা
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৪
আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি!"
আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আয়নুল হকের আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছিলেন সেই সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা!!২১ শে ফেব্রুয়ারি আমাদের বাঙ্গালিদের জন্য একটি গৌরব উজ্জ্বল দিন। ইতিহাসের এই দিনেই মাতৃভাষার জন্য রাজপথে জীবন দিতে হয়েছিল রফিক, সালাম ও বরকত সহ নাম না জানা আরও অনেকেই। তাদের জন্যই আজকে আমরা মন খুলে বাংলা ভাষায় কথা বলছি ও লিখছি। বিশ্বের ইতিহাসে মাতৃভাষার জন্য বীরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এক মাত্র আমাদের এই বাঙ্গালিরা। আর তাই এই দিনটি আজ শুধু বাংলাদেশ স্মরণ করেনা। ২১ শে ফেব্রুয়ারি দিনটি স্বীকৃতি পেয়েছে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে!
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.