|| ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৩ই জিলকদ, ১৪৪৬ হিজরি
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বকশীগঞ্জ শাখার উদ্যোগে প্রভাতফেরি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৪
জামালপুরের বকশীগঞ্জে ২১ ফেরুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস উপলক্ষে প্রভাতফেরি ও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।
বকশীগঞ্জ শাখার উদ্যোগে বুধবার সকাল ৮ টায় বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল মাদ্রাসা মাঠ থেকে প্রভাতফেরি শুরু করা হয় এবং বকশীগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
পরে ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পন করেন।
এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক সা'আদ আহমেদ রাজু, কবি নজরুল সরকারি কলেজ শাখার অর্থ সম্পাদক সাকিব হাসান, বকশীগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল সকার, সহ-সাংগঠনিক সম্পাদক শিশির আহমেদ সহ উপজেলা শাখার বিভিন্ন নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.