|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৪
নওগাঁর বদলগাছী উপজেলার ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক আসামী আসাদুজ্জামান দিপু (৪৫)-কে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫।
গতকাল ২০শে ফেব্রুয়ারী মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী নওগাঁর বদলগাছী উপজেলার চাঁপাইনগর গ্রামের মৃত শফিকুল ইসলামের পুত্র। বুধবার ২১ ফেব্রুয়ারী সকালে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ঘটনা সূত্রে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারী রাতে জনৈকা মোছাঃ নুর মহল (৪৭) নিজ ঘরে খাটের উপর শুয়ে ছিল। এই সুযোগে আসাদুজ্জামান তার ঘরে ঢুকে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মুখ চেপে ধরে বল প্রয়োগ করে ধর্ষণ করে। এ ঘটনায় মোছাঃ নুর মহল বাদী হয়ে বদলগাছী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ধর্ষণ মামলার আসামী আসাদুজ্জামান ২০ ফেব্রুয়ারি রাতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া বাজার এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বদলগাছী থানায় হস্তান্তর করেছেন বলে র্যাব জানায়।”
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.