|| ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলার পলাতক আসামী আমিনা বেগম গ্রেফতার
প্রকাশের তারিখঃ ২১ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলার মত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আমিনা বেগম(৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-০৫, জয়পুরহাট। আমিনা বেগম উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী।
র্যাব জানায় “গত ২৪ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলায় জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম ৫ জনকে মৃত্যু দন্ডাদেশ প্রদান করেন। এসময় আমিনা বেগম পলাতক ছিল। র্যাব-৫ সিপিসি-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ফেব্রুয়ারি রাত ৩ টার সময় জয়পুরহাট সদর থানার পুরানাপৈল থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২০১০ সালর ২৫ মার্চ সকাল ৯ টায় পাঁচবিবি উপজলার দরগাপাড়া গ্রামে, বাড়ির সামনে খড়ের গাদায় খর খোলার সময় আবু তাহের নামক এক ব্যক্তিকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং তাকে আহত করে। এ সময় তার ছেলে আবু হাসান এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিট করে গুরুত্বর আহত করে আসামীরা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় তার পিতা বাদী হযে পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে চলতি বছরের ২০ ফেব্রুয়ারী জয়পুরহাটর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ নূরুল ইসলাম ৫ জনের ফাঁসির রায় দেন এবং প্রত্যকে ৫০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, “আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানায়”।ছবি সংযুক্ত
পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলার পলাতক আসামী আমিনা বেগম গ্রেফতার
বাগজানা (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলার মত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামী আমিনা বেগম(৪৫)-কে গ্রেফতার করছে র্যাব-০৫, জয়পুরহাট। আমিনা বেগম উপজেলার দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী।
র্যাব জানায় “গত ২৪ ফেব্রুয়ারি চাঞ্চল্যকর আবু হাসান হত্যা মামলায় জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ নুরুল ইসলাম ৫ জনকে মৃত্যু দন্ডাদেশ প্রদান করেন। এসময় আমিনা বেগম পলাতক ছিল। র্যাব-৫ সিপিসি-৩ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২১ফেব্রুয়ারি রাত ৩ টার সময় জয়পুরহাট সদর থানার পুরানাপৈল থেকে তাকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২০১০ সালর ২৫ মার্চ সকাল ৯ টায় পাঁচবিবি উপজলার দরগাপাড়া গ্রামে, বাড়ির সামনে খড়ের গাদায় খর খোলার সময় আবু তাহের নামক এক ব্যক্তিকে পুর্ব শত্রুতার জের ধরে আসামীরা ধারালো অস্ত্র নিয়ে হামলা করে এবং তাকে আহত করে। এ সময় তার ছেলে আবু হাসান এগিয়ে এলে আসামীরা তাকেও মারপিট করে গুরুত্বর আহত করে আসামীরা পালিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় তার পিতা বাদী হযে পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার শুনানি শেষে চলতি বছরের ২০ ফেব্রুয়ারী জয়পুরহাটর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মোঃ নূরুল ইসলাম ৫ জনের ফাঁসির রায় দেন এবং প্রত্যকে ৫০ হাজার টাকা করে জরিমানার রায় প্রদান করেন। গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফয়সাল বিন আহসান বলেন, “আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানায়”।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.