|| ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
সীতাকুণ্ডে দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪
চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) সকালে সীতাকুণ্ড পৌরসদরস্থ নামার বাজারে মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা-৪ ভঙ্গ করায় ধারা-২০ মোতাবেক সীতাকুণ্ড ফিড সেন্টার ও নিউ এস.এম পোল্ট্রিকে ৫ হাজার টাকা করে ২টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তাহমিনা আরজু। এসময় উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম বলেন, সীতাকুণ্ড পৌরসদরে কয়েকটি প্রতিষ্ঠানে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এসময় নামার বাজারস্থ মৎস্য ও পশু খাদ্য আইন-২০১০ এর ধারা-৪ ভঙ্গ করায় ধারা-২০ মোতাবেক সীতাকুণ্ড ফিড সেন্টার ও নিউ এস এম পোল্ট্রিকে ৫ হাজার টাকা করে দুইটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করি। এই ধরণের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.