|| ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ || ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ || ১৫ই রমজান, ১৪৪৬ হিজরি
ফরিদপুরে বঙ্গবন্ধুর ম্যুরাল ‘পিতা’ ও মুজিব মঞ্চের উদ্ধোধন
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪
ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু নির্মিত ম্যুরাল পিতা ও মুজিব মঞ্চ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল ৫ টায় জেলা প্রশাসকের উদ্যোগে প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু নির্মিত ম্যুরাল 'পিতা' ও 'মুজিব মঞ্চ'এর শুভ উদ্বোধন করেন ফরিদপুর ১ আসনের সাংসদ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী,জাতির জনক কে ম্যুরাল এর মাধ্যমে চিরঞ্জীব করে ফুটিয়ে তোলার জন্য জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অতীতের সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং ফরিদপুরে জাতির জনকের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা ও বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করার আশাবাদ ব্যক্ত করেন।
ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে এ সময়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর-০৩ আসনের সংসদ সদস্য আব্দুল কাদের আজাদ,(একে আজাদ)
সংরক্ষিত নারী সংসদ সদস্য মিসেস ঝর্ণা হাসান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম,
জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক,
সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সিভিল সার্জন
মোঃ সিদ্দীকুর রহমান প্রমুখ।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.