|| ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২রা জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
পাঁচবিবি উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে”.রেবেকা সুলতানার” গনসংযোগ
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে ভোটের মাঠে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন রেবেকা সুলতানা। এর আগে তিনি জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ছিলেন। তিনি পাঁচবিবি পৌর মহিলা আ,লীগের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালন করলেও তার স্বামী জেলা আ,লীগের যুগ্ন-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মীর রেজাউল করিম।
শহর থেকে গ্রাম পর্যন্ত সাধারন ভোটার কুলি-শ্রমিক ও দিনমজুরের বাড়ি বাড়ি যাচ্ছেন সালাম আদাব দিচ্ছেন কুশুল বিনিময় করছেন সেইসঙ্গে একটি করে ভোট প্রার্থনা করেন। তিনি নির্বাচনী প্রচার-প্রচারনায় মুঠোফোনে পরিচিত জনদের ক্ষুদে বার্তা প্রেরণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহার করছেন। ইতিমধ্যেই উপজেলার জনগুরত্বপূর্ন এলাকায় দলীয় নেতাকর্মি সর্মথক ও ভোটারদের সাথে নিয়ে পথসভা ও উঠান বৈঠক শুরু করেন। জেলা পরিষদের সদস্যর ন্যায় ভাইস চেয়ারম্যান হিসাবেও উপজেলাবাসির সেবা করার সুযোগ দিতে আবারও সবার দোয়া সহযোগিতা ও একটি করে ভোট প্রার্থনা করেন রেবেকা সুলতানা। মঙ্গলবার দুপুরে উপজেলার লতীহাটি শিমুলতলী ও আয়মারসুলপুর এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করতে দেখাযায়।
পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, এ উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা যে কোন সময় হবে। উপজেলায় ২’লক্ষ ১২’হাজার ৬’জন ভোটার আছে। তবে হালনাগাদ নতুন কিছু ভোটার বৃদ্ধি হবে বলেও জানান তিনি।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.