|| ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
অমর একুশে’ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা জাতীয় প্রেসক্লাবে স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
প্রকাশের তারিখঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪
'অমর একুশে'ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ ২০২৪ ইংরেজি ২০শে ফেব্রুয়ারী জাতীয় প্রেসক্লাবে স্বরচিত কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিকল্পনার প্রথম পর্বে স্বাগত বক্তব্য রাখেন শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক জাতীয় প্রেস ক্লাব। প্রধান অতিথি আনোয়ার সৈয়দ হক,বিশিষ্ট কথা সাহিত্যিক। সভাপতিত্ব করেন : ফরিদা ইয়াসমিন, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। অনুষ্ঠান সঞ্চালনায় :সীমান্ত খোকন,আহ্বায়ক, সাংস্কৃতিক উপ-কমিটি জাতীয় প্রেস ক্লাব।
দ্বিতীয় পর্বে,জাতীয় প্রেস ক্লাবের সদস্য কবিদের স্বরচিত কবিতা আবৃত্তি। জাতীয় প্রেসক্লাবের শিশু শিল্পীদের পরিবেশনায় গান ও নাচ। বুলবুল ললিতকলা একাডেমি ফাইন আর্টস বাফা'র, ঢাকা ওয়াইজঘাট শাখার শিল্পীদের পরিবেশনায় নাচ ও গান। এবং পরশ মনি কলা কেন্দ্রের পরিবেশণায় নাচ ও গান। মীর মাসরুরুজ্জামান (রনি) এর দলীয় আবৃত্তি।
ভাষা আন্দোলন দিবস (যা রাষ্ট্রভাষা দিবস বা জাতীয় শহীদ দিবস নামেও পরিচিত) বাংলাদেশে পালিত একটি জাতীয় দিবস। ১৯৫২ সালে তদানীন্তন পূর্ব বাংলায় আন্দোলনের মাধ্যমে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেয়ার লক্ষ্যে যারা শহীদ হয় তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য এই জাতীয় দিবসটি পালন করা হয়। সম্পর্কিত
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.