|| ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৪ই জিলকদ, ১৪৪৬ হিজরি
কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলা ৬৪ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ
প্রকাশের তারিখঃ ১৯ ফেব্রুয়ারি, ২০২৪
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার থানা পুলিশ রবিবার রাতে ৬৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন ওয়াহিদুন নবী (২৭) ও মোঃ তপন মিয়া (১৯)।
পুলিশ জানায়, খুবই গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পূর্ব পাশে পাকা রাস্তার উপর একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে ০১টি পিকআপ গাড়ি থামানোর পর তল্লাশি করে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা মোঃ ওয়াহিদুন নবী ও মোঃ তপন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.