|| ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে হবে -এমপি ননীগোপাল মন্ডল
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
খুলনা -১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ননীগোপাল মন্ডল বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি ননীগোপাল মন্ডল আরো বলেন,স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আমরা আশাবাদী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের মতো স্মার্ট
বাংলাদেশ ও গড়তে সক্ষম হবো।ননীগোপাল মন্ডল
বলেন, শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন, তখন অনেকে বিষয়টি নিয়ে নানা বিরুপ মন্তব্য করেছেন। বিশেষ করে বিরোধী দলের লোকজন টিটকারী মেরেছিল। আজ বাংলাদেশ ডিজিটাল বাংলায় রূপ নিয়েছে। আমরা সফল হয়েছি। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের সব মানুষ ভোগ করছে।
তিনি ১৭ ফ্রেবুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২ টারদিকে টারদিকে দাকোপ উপজেলার সদর চালনা চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের দু'দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাগর সেনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সজিব সরকার এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ শেখ আবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অসিত বরণ সাহা, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ জি এম কামরুজ্জামান, জেলা পরিষদের সাবেক সদস্য কে এম কবীর হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডঃ সুভদ্র সরকার, কল্পনা সেন, চালনা পৌরসভা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মোঃ মামুনুর রশিদ, অভিভাবক সদস্য পল্লবী বাছাড়, উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে যথাক্রমে নিতাই চন্দ্র সাহা, অনুপ সরদার, মৌরিন আকতার, মৃদুলা রায়, রেহানা আকতার, রতœা মিস্ত্রী শিক্ষার্থী রাইসা বাবুল পিউ, অন্যান্যা মন্ডল প্রমুখ।
Copyright © 2024 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.