|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবির আটাপাড়া মাজার শরীফে ঐতিহাসিক মাহফিল অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
জয়পুরহাট-হিলি পাকারাস্তা সংলগ্ন জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকা আটাপাড়ার ঐতিহ্যবাহী শাহ্ গাজী ইসমাইল (রহঃ) মাজার কমিটির আয়োজনে ৬৪’তম ঐতিহাসিক বাৎসরিক ইছালে সওয়াব ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় বাংলা সন অনুযায়ী ফাল্গুন মাসের প্রথম শনিবার মাজার প্রাঙ্গনে মাহফিল অনুষ্ঠিত হয়। শনিবার আটাপাড়া ঈদগাঁ মাঠে বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার শিক্ষা পরিচালক আলহাজ্ব মাওলানা আব্দুল ওয়াহ্হাবের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত মুসল্লিদের সামনে আরটিভি ও একুশে টিভির নিয়মিত ইসলামী আলোচক প্রধান বক্তা আলহাজ্ব মাওলানা আব্দুল কাহ্হার সিদ্দিক মনিপুরি মাহফিলে আল্লাহ নবী (রাঃ) ও কুরআনের কথা বলেন। বাংলাহিলি আজিজিয়া মাদ্রাসার মুহতামিম আলহাজ্ব মাওলানা শামছুল হুদা খান, মোহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি খুবাইব রাজী দ্বীন ও আখেরাতের কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদ সতস্য খলিলুর রহমান, মাজার কমিটির সভাপতি আহসান হাবিব মিলন, সাধারন সম্পাদক সাবেক ইউপি সদস্য গোলাম রব্বানী সহ কমিটির সকল সদস্যরা ছিলেন।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.