|| ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩১শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জিলকদ, ১৪৪৬ হিজরি
পাঁচবিবিতে বন্ধুত্বের মিলন মেলা-৯০ অনুষ্ঠিত
প্রকাশের তারিখঃ ১৮ ফেব্রুয়ারি, ২০২৪
বন্ধুত্বের বন্ধনে মাতি উৎসবে এই মর্মকথায় পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সনের এসএসসি ব্যাচের আয়োজনে বন্ধুত্বের মিলন মেলা-২০২৪ শনিবার রাতে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
শুরুতে বন্ধুদেরকে ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। আমেরিকা প্রবাসী শোভন চৌধুরী দাউদ,আলিমুল রাজী, সোহেল, চিশতি,রাজু, সাজু, মইনুল, মাজেদুল, রবিউল আলম লিটন,দবিরুল ইসলাম, কামরুজ্জামান মোল্লা রতন,লিটন আকন্দ,ফরহাদ আলম জুয়েল,শামসুল চৌধুরীসহ প্রায় ৬০ জন বন্ধুরা অনেক বছর পর একসাথে মিলিত হন এবং রাতের ডিনারে অংশগ্রহণ করেন। এছাড়াও সংগীতের আয়োজনের মাধ্যমে নেচে গেয়ে আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন সকল বন্ধুরা। আয়োজক বন্ধুরা জানান,অনেক বছর পর আমরা আবার একসাথে মিলিত হতে পেরে সত্যি ভালো লাগছে। জীবিকার তাগিদে কে কোথায় আছে কি করছে জানিনা তবে যে যেখানেই থাকুক ভালো থাকুক সুখে ও শান্তিতে থাকুক। আজকে এই আয়োজনের মাধ্যমে আবার আমাদের বন্ধুদের দেখা হল,একে অপরের সাথে কুশল বিনিময় হল,এটাই বড় আনন্দের বিষয়।
Copyright © 2025 দৈনিক বাংলার অধিকার. All rights reserved.